লন্ডনে মা হওয়ার প্রহর গুনছেন ঈশিকা

শোবিজের জনপ্রিয় মুখ ঈশিকা খান। নাটক-বিজ্ঞাপনে তার উপস্থিতি দর্শকদের মুগ্ধ করে। শুধু তাই নয়, ক্রিকেট নিয়ে মাঠে-ময়দানেও দেখা গেছে তাকে। তবে সম্প্রতি তিন রয়েছেন খানিক বিরতিতে।

জানা গেছে, মা হতে চলেছেন এই অভিনেত্রী। প্রথম সন্তানের অপেক্ষায় বর্তমানে লন্ডনে বসে প্রহর গুনছেন ঈশিকা। সেখানে তার সঙ্গে আছে স্বামী লন্ডন প্রবাসী কায়সার খান ও তার পরিবার।

লন্ডন থেকে ঈশিকা জাগো নিউজকে জানান, ‘ডাক্তার বলেছেন ডিসেম্বরের শেষের দিকেই প্রথম সন্তানের মুখ দেখবো আমি। সত্যি এই অপেক্ষার চেয়ে মধুর আর কোনো কিছু আমার জীবনে আসেনি। দিন যেন কিছুতেই কাটছে না!’

তিনি আরো বললেন, ‘সন্তানের মঙ্গল কামনায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি। কোরআন তেলোয়াত করি নিয়মিত। তাছাড়া শ্বশুর-শাশুড়ির কাজে টুকটাক সাহায্য করি। আর দেশের খবর তো ফেসবুকে দেখছি। পত্রিকা পড়ছি অনলাইনে। আর এখন অন্যসব ক্রিকেট পাগলদের মতো আমিও টিভিতে বিপিএল খেলা দেখছি।’

গেল অক্টোবরের ৬ তারিখ রাতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ঈশিকা খান। এক মাসের বেশি সময় ধরে তার মা-ছোট বোনকে কাছে না পাওয়ায় তাদের জন্য ভীষণ মন কাঁদছে তার।

মন খারাপের সুরে ঈশিকার ভাষ্য ছিল, ‘আমার মা আর ছোট বোনের সঙ্গে নিয়মিত কথা হচ্ছে। কিন্তু তাদের এতোটাই মিস করছি যে মনে হচ্ছে আমি মরে যাচ্ছি! তাদের ছেড়ে থাকতে এত কষ্ট হবে একবারও ভাবিনি। একটা মাস তাদের ছেড়ে আছি, ভাবা যায় না!’

যোগ করে ঈশিকা বলেন, এছাড়া আমার দুই ভাইয়ের কথা খুব মনে পড়ছে। মামুন ভাই এবং সবুজ ভাই। আর সবুজ ভাইয়ার বিয়ের অনুষ্ঠান ডিসেম্বরে। সেখানেও থাকতে পারছি না। সবমিলিয়ে দেশের এবং কাছের মানুষগুলোর কথা মনে নস্টালজিয়া হয়ে পড়ছি।’

সবশেষে ঈশিকা তার ভক্ত ও কাছের মানুষদের কাছে দোয়া চেয়েছেন। সব ঝামেলা চুকিয়ে আসছে বছরের মার্চে দেশে ফিরে আবারো অভিনয়ে নিয়মিত হওয়ার ইচ্ছের কথা জানিয়েছেন তিনি।

LEAVE A REPLY