“শিরোপা ফ্রেবিকের ঘরে ” বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত” ASUTEX-Interdepertment sports week-2016″ এর ক্রিকেটের শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে অ্যাপারেল ইন্জিনিয়ারিংডিপার্টমেন্টকে ৮ রানে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে ফ্রেবিক ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্ট।
ফ্রেবিক প্রথমে ব্যাটিং করে ১0 ওভারে ১২৬ রানের বিশাল টার্গেট ছুড়ে দেয় অ্যাপারেলকে।দলের হয়ে জাহিদ হাসান সব্বোর্চ রান করে। ব্যাটিং করতে নেমে অ্যাপারেল অতি দ্রুত তাদের উইকেট হারাতে শুরু করে।
শেষের দিকে মোহিব টিটুর অসাধারণ ব্যাটিং হার এড়াতে পারেনি অ্যাপারেলের। খেলা চলাকালীন সময়ে গ্যালারিতে উপস্থিত থেকে খেলোয়ারদের উত্সাহ দেন ভার্সিটির শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ। বল শেষ হতেই ফ্রেবিক ডিপার্টমেন্টের উত্সুক দর্শক মাঠে প্রবেশ করে আনন্দ প্রকাশ করে। সবশেষে বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দেন খেলার আয়োজক কমিটি।