টস জিতে ফিল্ডিং বেছে নেয় রংপুর রাইডার্স। ধ্বংসাত্মক বোলিঙয়ে বিধ্বস্ত খুলনা টাইটানস । প্রথম ওভারের দ্বিতীয় বলেই নিকোলাস পুরানকে বোল্ড করেন সোহাগ গাজী। এরপর তৃতীয় ওভারে আবদুল মজিদের উইকেট হারায় খুলনা।
আরাফাত সানির বলে রান দিতে গিয়ে রান আউট হন মজিদ। দলের রান তখন ১০। এরপর দলীয় ১৫ রানে মাহমুদউল্লাহ রিয়াদের উইকেট হারায় টাইটান্সরা। পরের ওভারে রিকি ওয়েলেসকে বোল্ড করেন শহীদ আফ্রিদি।
বিপিএলের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্স। গতকাল বুধবার দিনের প্রথম ম্যাচে রাজশাহী কিংসকে ৩ রানে হারায় খুলনা। দিনের অপর ম্যাচে চিটাগাং ভাইকিংসকে ৯ উইকেটে হারায় রংপুর রাইডার্স।