জাবিতে ঊনচল্লিশ তম ব্যাচের র‌্যাগ উদযাপন কমিটি

নিজস্ব প্রতিনিধি, জাবি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৩৯তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব ‘র‌্যাগ-৩৯’ এর আহবায়ক হিসেবে নাজনীন চৌধুরী ও কোষাধ্যক্ষ হিসেবে ওয়ালিউল্লাহ মনোনিত হয়েছেন। এছাড়া সহ-আহবায়ক ও সহ-কোষাধ্যক্ষ মনোনিত হয়েছেন যথাক্রমে হিসেবে সাদিকুল ইসলাম নাহিদ ও ফারিহা রহমান এ্যান্থী। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের জাকসু ভবনে অনুষ্ঠিত ৩৯তম ব্যাচের শিক্ষার্থীদের এক সাধারণ সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী ওসমান গনি শামীম মনোনিতদের নাম ঘোষনা করেন।

এ সময় মনোনিত ব্যক্তিরাসহ আরো উপস্থিত ছিলেন আবু সুফিয়ান, নিয়ামুল হাসান তাজ, সাদ্দাম হোসেন, মো. দিদার হোসেন, মিনহাজুল আবেদীন, তানভীর হাসান খান, জুয়েল রানা, এনামুল হাসান নোলক, তারেক জুবায়ের, সাইফুল ইসলাম লিমন, দিদার হোসাইন, জাহিদ সুলতান লিখন, মাহিদুল ইসলাম মাহি, মামুনুর রশিদ সৈকত, জয়া চকমা প্রমুখ।

কোষাধ্যক্ষ ওয়ালিউল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ ও ২ জানুয়ারী ৩৯তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব আয়োজন করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সহযোগীতা করছেন এবং আগামীতেও করবেন বলে আমরা আশাকরি।

LEAVE A REPLY