ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট চতুর্থ আসরে শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী কিংসের বিপক্ষে টসে হেরে ব্যাট করছে ঢাকা ডায়নামাইটস। শুরুটা অবশ্য ভালো হয়নি। দলীয় ১৩ রানের মাথায় আউট হয়েছেন ঢাকার লঙ্কান ওপেনার অভিজ্ঞ কুমার সাঙ্গাকারা। ৬ বলে মাত্র দুই রান করে সাঙ্গাকারা বোল্ড হয়েছেন উদীয়মান স্পিনার মেহেদী হাসান মিরাজের বলে।
এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ৩০ রান যোগ করেন মেহেদী মারুফ ও লঙ্কান তারকা মাহেলা জয়াবর্ধনে। তারপরই শুরু হয় ছন্দপতন। ৪৩ রানের মধ্যেই নেই চার উইকেট। ৪৩ রানের মাথায় টানা তিন বলে ঢাকার পড়ে তিন উইকেট। প্যাটেল ও মেহেদী উভয়ই দুটি করে উইকেট পেয়েছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা ডায়নামাইটসের সংগ্রহ ১৬.৪ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১০১ রান। ক্রিজে আছেন মোসাদ্দেক ৩৩ ও ব্রাভো ৩ রানে।