ট্রাম্পের জয় যুক্তরাষ্ট্রের ইতিহাসের কালো অধ্যায়: স্নোডেন

আন্তর্জাতিক ডেস্ক 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়কে দেশটির ইতিহাসের ‘কালো অধ্যায়’ বলে আখ্যা দিয়েছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) চুক্তিভিত্তিক সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন। নিজের জীবনী নিয়ে নির্মিত অলিভার স্টোনের নতুন চলচ্চিত্রের প্রিমিয়ারকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম শহরের একটি প্রেক্ষাগৃহে সরাসরি ভিডিও চ্যাটের মাধ্যমে নেদারল্যান্ডসের শ্রোতাদের উদ্দেশে এ কথা বলেন স্নোডেন।

এডওয়ার্ড স্নোডেন বলেন, ‘আমরা যদি আরও ভালো পৃথিবী চাই, তবে আমরা কেবল একজন ওবামার প্রতি আশা রাখতে পারি না কিংবা একজন ডোনাল্ড ট্রাম্পের আতঙ্কেও থাকা উচিত নয়। আমাদের নিজেদেরই উচিত ভালো বিশ্ব তৈরি করা।’

ট্রাম্পের জয়কে যুক্তরাষ্ট্রের ইতিহাসের ‘একটি কালো অধ্যায়’ বলে উল্লেখ করে স্নোডেন সবচেয়ে বড় যে প্রশ্নটির প্রতি জোর দেন তা হলো, ‘সীমানাসংক্রান্ত বাধাকে বাদ দিয়ে সব জায়গা থেকে আমরা কীভাবে প্রত্যেকের অধিকারকে রক্ষা করব?’

২০১৩ সালে স্নোডেন মার্কিন সরকারের কয়েক হাজার গোপন নথি ফাঁস করে আলোড়ন তোলেন। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গুপ্তচরবৃত্তির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

LEAVE A REPLY