নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার ঘটনায় আরও চারজন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধর্মীয় অনুভূতিতে আঘাতকে কেন্দ্র করে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলা-ভাঙচুর-লুটপাটের ঘটনায় আরও চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের জ্যাঠাগ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তবে তাদের পরিচয় জানায়নি পুলিশ। এ নিয়ে নাসিরনগরে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা, ভাঙচুরে ঘটনায় মোট ৮৪ জনকে গ্রেফতার করা হল।

নাসিরনগর থানার ওসি আবু জাফর জানান, হামলার ওই ঘটনায় দায়ের পাঁচটি মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। গত ৩০ অক্টোবর প্রথম হামলার ঘটনায় করা দু’টি মামলায় গত সোমবার পর্যন্ত ৭৪ জনকে গ্রেফতার করা হয়। বুধবার হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে ৬ জনকে আটক করা হয়। পরে তাদের ওই দুই মামলায় গ্রেফতার দেখানো হয়।

‘ইসলাম অবমাননার’ অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের দেড় শতাধিক ঘর ভাংচুর ও লুটপাট চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ওসির উপস্থিতিতে সমাবেশে ‘উসকানিমূলক’ বক্তব্যের পর ওই হামলার ঘটনা ঘটে। পরে এ নিয়ে বিভিন্ন মহল থেকে স্থানীয় প্রশাসনের গাফিলতির অভিযোগ ওঠে। শুক্রবারও ফের নতুন করে বেশ কয়েকটি বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।

 

LEAVE A REPLY