সোসাইটিনিউজ ডেস্ক:
জবি প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জবিসাস) নব গঠিত কমিটির নেতারা জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।
শুক্রবার দুপুর বারটার সময়ে জাতির পিতার ধানমণ্ডির ৩২ এর প্রতিকৃতিতে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তারা।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধুর সাথে শহীদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নব গঠিত কমিটির সভাপতি সুব্রত মণ্ডল ও সাধারণ সম্পাদক ফখরুল শাহীন, জবিসাসের সাবেক সভাপতি কাজী মোবারক হোসেন, বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তুফান, জবিসাসের ২০১৬-১৭ কার্যানির্বাহী নির্বাচনের প্রধান সমন্বয়ক সাংবাদিক লুৎফর রহমান সোহাগ প্রমুখ।