বিনোদন ডেস্ক
বর্তমান বিশ্বে ছবি তোলার একটি জনপ্রিয় পদ্ধতি হলো সেলফি। এই সেলফি তুলতে গিয়ে অনেকেই প্রাণ হারিয়েছেন। পছন্দের কোনো সেলিব্রেটি পেলে তার সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন সবাই।
সম্প্রতি টরেন্টোর মড ক্লাবে সেলফি তুলতে গায়কের লাথি খেতে হয়েছে এক তরুণীকে।
পপ ব্যান্ড ‘দ্য স্টোরি সো ফার’ এর গায়ক পার্কার ক্যানন কনসার্টে গান করছিলেন। এসময় মঞ্চে সেলফি তুলতে ওঠেন এক তরুণী। বিষয়টি মোটেও পছন্দ হয়নি পার্কারের। সরাসরি তরুণীকে লাথি মেরে মঞ্চ থেকে ফেলে দেন তিনি।
তরুণীকে লাথি মারার দৃশ্যের ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ইউটিউবে গত ১১ এপ্রিল ভিডিওটি প্রকাশ করা হয়। শুক্রবার রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে ২৮ লাখেরও বেশিবার।