ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকায় আর্জেন্টিনা এখন ছয় নম্বরে, বিশ্বকাপে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হলে অন্তত পাঁচের মধ্যে থাকতেই হবে। কিন্তু চার দিন পর ব্যর্থতার ওই আবর্ত থেকে কি আর্জেন্টিনা বেরোতে পারবে? । বিশ্বকাপ বাছাইপর্বের টানা চার ম্যাচে জয় নেই, হারতে হয়েছে পরপর দুই ম্যাচে। এতেই একেবারে খাদের কিনারায় চলে গেছে আর্জেন্টিনা।
কিন্তু আর্জেন্টিনা যাঁর দিকে তাকিয়ে আছে, সেই মেসি এখনো আশা ছাড়ছেন না। মেসি এখনো আশা দেখছেন, ‘আমরা হেরে গেছি, তবে এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। আমাদের এখন সব ভুলে শুধু কলম্বিয়ার সঙ্গে ম্যাচে মনোযোগ দিতে হবে। ওই ম্যাচটা আমরা জিততে পারলে পরিস্থিতিটা অনেকটাই বদলে যাবে।’
বিশ্বকাপ বাছাইপর্বে কাল অবশ্য প্রথম তিক্ত অভিজ্ঞতা হলো মেসির। আগে যতগুলো ম্যাচ খেলেছিলেন, একটিতেও হার দেখতে হয়নি। ব্রাজিলের সঙ্গে পরাজয় বাদ দিলে আর্জেন্টিনার জার্সি গায়ে সর্বশেষ পরাজয়ও সেই ১৭ ম্যাচ আগে। কিন্তু গত ম্যাচে মেসিকে বলতে গেলে বোতলেই পুরে রেখেছিলেন ব্রাজিলের ডিফেন্ডাররা। কলম্বিয়ার সঙ্গেও তেমন হলে আর্জেন্টিনার বিশ্বকাপ-স্বপ্ন প্রায় শেষই হয়ে যেতে পারে।