সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে শাহবাগ অবরোধ

নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে রাজধানীর শাহবাগে অবরোধ করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই অবরোধ করা হয়। এ সময় ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের পুত্তলিকা পোড়ান হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও কয়েকটি সংগঠনের উদ্যোগে শুক্রবার সকাল সাড়ে ১০টার পর এই অবরোধ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ-সমাবেশের পর মিছিল নিয়ে শাহবাগ মোড়ে পৌঁছে অবরোধের শুরু করেন তারা। এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

রাস্তায় অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সাংসদ মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের কুশপুত্তলিকা পোড়ান। এসময় ছায়েদুল হককে দল ও মন্ত্রীর পদ থেকে বহিষ্কারেরও দাবি জানান ।

বিক্ষোভ থেকে প্রতিবাদকারীরা সংখ্যালঘু-বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, স্বাধীন সংখ্যালঘু কমিশন গঠনসহ ছয় দফা দাবি দিয়েছেন। দাবি না মানলে পরবর্তীতে আরও কর্মসূচি দেওয়া হবে বলে জানান তারা।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবার শুক্রবার নাসিরনগরের হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে রসরাজ দাসের ফেসবুক পাতায় ‘ইসলামের অবমাননাকর’ একটি পোস্ট পাওয়া যায়, যা জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ওই দিনই রসরাজের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করা হয়। পরদিন পুলিশ তাকে আটক করে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ফেইসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে ৩০ অক্টোবার দুপুর থেকে বিকাল পর্যন্ত নাসিরনগরে ১৫টি মন্দিরসহ হিন্দুদের শতাধিক বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। এর পাঁচ দিন পর গভীর রাতে কয়েকটি হিন্দু বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। প্রথম হামলার ঘটনায় নাসিরনগর থানায় অজ্ঞাতনামা ২ হাজার ৪০০ জনকে আসামি করে দুটি মামলা হয়।

LEAVE A REPLY