নিজস্ব প্রতিনিধি, জাবি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) প্রাক্তন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এ উপলক্ষে শনিবার বিশ্ববিদ্যালয়ে এক শোক র্যালি বের করা হয়। শোক র্যালি শেষে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম মরহুমের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এ সময় প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাকসুর নির্বাচিত দ্বিতীয় সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ১৯৭৪ সালের ১২ নভেম্বর নিহত হন। তাঁর মরদেহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাহিত করা হয়।