নিজস্ব প্রতিনিধি, জাবি:
কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের জন্মদিন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার উপকরণ ও খাবার বিতরণ করা হয়েছে। শনিবার বিকাল ৫ টার দিকে মওলানা ভাসানী হলের আবাসিক শাখা ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্যোগে হলের গেটে এ কর্মসূচি পালন করা হয়।
হলের আবাসিক ছাত্রলীগ নেতাকর্মীদের উপস্থিতিতে এ সময় সুবিধা বঞ্চিত এসব শিশুদের মাঝে খাবার ও শিক্ষার উপকরণ সরবরাহ করা হয়।
এর আগে একই উপলক্ষে মওলানা ভাসানী হলের মসজিদে বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন ও তার পরিবারের সদস্যদের সুখ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে হলের আবাসিক ছাত্রলীগ কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।