মাশরাফিকে স্যালুট জানালেন আহাতার আলী

টাইগার দলপতি মাশরাফি মুর্তজাকে স্যালুট জানালেন সাবেক ক্রিকেটার ও খ্যাতনামা ধারাভাষ্যকার আহাতার আলী খান ।

শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলসের মধ্যকার খেলা চলাকালীন সময়ে মাশরাফিকে এই সাকিবীয় স্যালুট দেন আতাহার। পরে তা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ম্যাচে অবশ্য ৬ উইকেটে হেরে গেছে মাশরাফির কুমিল্লা ।

আতাহার আলী খান এবার চ্যানেল নাইনের ধারাভাষ্যকার হিসেবে রয়েছেন। এছাড়া তিনি বাংলাদেশ প্রিমিয়ার লীগের অন্যতম দল দুরন্ত রাজশাহীর প্রধান কোচ।

উল্লেখ্য, সম্প্রতি শেষ হওয়া ইংল্যান্ডের সঙ্গে শেষ টেস্টে বেন স্টোক আউট হওয়ার পর তাকে স্যালুট জানান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পরে তিনি ব্যাখা দেন, ইংলান্ড বিশ্বাস করে বাংলাদেশ সফর করায় তাকে অভিবাদন জানানোর জন্যই এমনটি করা হয়েছে।

সাকিবের ওই স্যালুটই সাকিবীয় স্যালুট নামে পরিচিত পায়। এরপরে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটও স্যালুট দেন বাংলাদেশ দলকে।

টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়কের দায়িত্বও পালন করছেন। তার নের্তৃত্বেই গত আসরে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা।

LEAVE A REPLY