ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ঢাকা ডায়নামাইটসের দেয়া ১৭১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯.২ ওভার শেষে সবগুলো উইকেট হারিয়ে ৯২ রান করে রংপুর রাইডার্স।
শনিবার সন্ধ্যায় মিরপুরে দিনের দ্বিতীয় খেলায় টসে জয়লাভ করেন রংপুরের অধিনায়ক নাঈম ইসলাম। তিনি প্রথমে সাকিব আল হাসানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।
ব্যাট করতে নেমে শুরুতেই তাণ্ডব শুরু করেন ওপেনার মেহেদী মারুফ। তবে প্রথম তিন বলে ১০ রান নেয়ার পর চতুর্থ বলেই সোহাগ গাজীর শিকারে পরিণত হন তিনি। আফ্রিদির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান মারুফ।
এরপর সাঙ্গাকারার সঙ্গে ৬৯ রানের জুটি গড়েন নাসির হোসেন। নাসির ৩৮ রানে শহীদ আফ্রিদির বলে রুবেল হোসেনের হাতে ধরা পড়েন। এরপর কোনো রান না করেই আফ্রিদির বলে আউট হন রবি বোপারা।
দলের পক্ষে মোসাদ্দেক হোসেন সৈকত ২৮ বলে ৪৮ রানে অপরাজিত ছিলেন। এছাড়া নাসির হোসেন ৩৮ এবং সাঙ্গাকারা ২৯ রান করেছেন।
রংপুরের হয়ে আফ্রিদি ও সোহাগ গাজী ২টি করে এবং আরাফাত সানি ও লিয়াম ডওসন ১টি করে উইকেট লাভ করেন।
বোপারার পর সাঙ্গাকারাও ব্যক্তিগত ২৯ রানে গাজীর বলে সৌম্য সরকারের হাতে ধরা পড়েন। তবে এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করেন মোসাদ্দেক। তার ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৭০ রানের ফাইটিং স্কোর দাঁড় করিয়েছে ঢাকা।
১৭১ রানের জবাবে ব্যাট করতে নেমে সবকয়টি উইকেট হারিয়ে ৯২ রান করে রংপুর রাইর্ডাস।