জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মোৎসব -২০১৬ উদযাপিত হয়েছে। রোববার দুপুর দুটার দিকে হিমু পরিবহন নামের একটি সংগঠনের ব্যানারে বাংলা বিভাগের শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করে।
দিবসটি উপলক্ষে সংগঠনটি দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ে ক্যান্সার সচেতন বিষয়ক লিফলেট বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা বেগম জলি, বাংলা বিভাগের তার্কিক পরিষদের সভাপতি আল আমিন খান, হিমু পরিবহনের সমন্বয়ক জাহিদ রাফি প্রমুখ।