ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের মৌসুমে টানা তিন ম্যাচে জয় পেল না বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস। এবারের বিপিএলে এখন পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়ানসই কোনো ম্যাচ জেতেনি। অন্য দিকে খুলনা টাইটানস ১৩ রানে ম্যাচ জিতে চলে গেল পয়েন্ট টেবিলের শীর্ষে।
রবিবার দিনের দ্বিতীয় খেলায় খুলনার দেওয়া ১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা কুমিল্লা শুরু থেকেই ছিল অস্বস্তিতে। প্রথম ওভারে লিটন দাসকে হারিয়ে ফেলার পর অবশ্য ইমরুল কায়েস (১৬ বলে ২১) কিছুটা ভরসা দেখাচ্ছিলেন। কিন্তু ইমরুল ফেরার পর থেকেই ধুঁকতে ধুঁকতে শেষ পর্যন্ত কুমিল্লা ২০ ওভারে ৯ উইকেটে তুলল ১৩১। মাশরাফি নিজে ব্যাট হাতে কিছু করার চেষ্টা করেও পারেননি।
তবে বল হাতে সফল ২৬ রানে ৩ উইকেট নেওয়া মাশরাফি। বিপিএলে প্রথম দুই ম্যাচে উইকেট পাননি। গত ম্যাচে অবশ্য দারুণ বোলিং করেছেন। আজ প্রতিপক্ষের প্রথম তিন ব্যাটসম্যানকেও তুলে নিলেন মাশরাফি বিন মুর্তজা। কিন্তু শেষ পর্যন্ত দল জয়ের মুখ দেখল না। এ নিয়ে টানা তিন ম্যাচ জয়শূন্য বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস।
বিপিএলে চার ম্যাচের তিনটিতেই জয় দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করেছে মাহমুদউল্লাহর খুলনা টা্ইটানস। এক ম্যাচ কম খেলে চার পয়েন্ট নিয়ে পরের তিনটি স্থানে আছে ঢাকা ডায়নামাইটস, রংপুর রাইডার্স ও বরিশাল বুলস। তিন ম্যাচের তিনটিতেই হারের পর পয়েন্ট তালিকার তলানিতে আছে গতবারের শিরোপাজয়ী কুমিল্লা।