সোসাইটিনিউজ ডেস্ক:
জেলার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কে ট্রাক ও পুলিশের পিক-আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচ পুলিশসহ সাত জন নিহত ও ছয় জন আহত হয়েছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আরিফুর রহমান বলেন, আজ রাত ১টায় জেলার মহিপুর বাজার এলাকায় বগুড়াগামী সার বোঝাই একটি ট্রাক ও পুলিশ বহনকারী একটি পিক-আপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, এ দুর্ঘটনায় পাঁচ পুলিশসহ সাত জন নিহত ও ছয় জন আহত হয়েছে। নিহতরা হলেন- শাজাহান (৩৫), প্রণব (৩২), আলমগীর (৩৩), শামছুল (৩০), সোহেল (৩২) ও শ্যামল (৪২) এবং এই রিপোর্ট লেখা পর্যন্ত একজনের পরিচয় পাওয়া যায়নি।
তিনি বলেন, আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে আহত পুলিশের সাব-ইন্সপেক্টর মইনুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্র:বাসস