বিপিএলের আজকের ২টি ম্যাচ

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে দুপুর ২টায় মুখোমুখি হবে বরিশাল বুলস ও রাজশাহী কিংস। অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইটান্স। চ্যানেল নাইন ও সনি ইএসপিএন ম্যাচ দুটি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে।

পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে থাকা বরিশাল বুলস ২টি ম্যাচে ১টিতে জিতেছে, হেরেছে ১টিতে। । রাজশাহী কিংস ২ ম্যাচের একটিতে জিতেছে ও একটিতে হেরেছে। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে তারা।

এদিকে লিগের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স দুই ম্যাচে মাঠে নেমে দুটিতেই হেরেছে। সঙ্গত কারণেই পয়েন্ট টেবিলের তলানিতে তাদের অবস্থান।

অন্যদিকে খুলনা টাইটান্স ৩ ম্যাচে মাঠে নেমে মাহমুদউল্লাহর শেষ ওভারের ভেল্কিতে ২টি ম্যাচে জয় পেয়েছে। ৪ পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থাকায় তারা রয়েছে তৃতীয় স্থানে।

LEAVE A REPLY