বিপিএলে প্রথম জয় পেতে কুমিল্লার দরকার ১৪৫

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের মৌসুমে প্রথম জয় পেতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দরকার ১৪৫। শেষ খবর পাওয়া পর্যন্ত কুমিল্লার সংগ্রহ ৪.২ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৩৮ রান। ক্রিজে আছেন ইমরুল ও স্যামুয়েলস্।

capture

এর আগে টস জিতে খুলনা টাইটানসকে আগে ব্যাটে পাঠান মাশরাফি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৪ রানে তোলে দলটি। খুলনা প্রথম উইকেট হারায় দলীয় ৪৫ রানের মাথায়। ১৭ বলে ২৩ করে ফেরেন অ্যান্দ্রে ফ্লেচার। এরপর ফেরেন হাসানুজ্জামান (৩৭) এবং শুভাগত হোম (১৬)। প্রথম এই তিনটি উইকেটই নেন মাশরাফি। এদিন রিয়াদও অল্পতে ফেরেন। ১৪ বলে ১১ রানে ফেরেন। কুমিল্লার পক্ষে মাশরাফি ও সোহেল তানভির ৩ টি করে উইকেট নেন। নাজমুল হোসেন শান্ত নিয়েছেন দুটি।

LEAVE A REPLY