নিশাত শাহরিয়ার
দুয়ারে শীতবুড়ি কড়া নাড়ছে। ঋতুর পালা বদলের এ সময়টাতে পরিবর্তন আসে বাঙালীর সাজ পোশাকে। শীতকে কেন্দ্র করে কেনাকাটাও শুরু করে দিয়েছেন অনেকে। সেসব ক্রেতার জন্য এবারের শীতে রয়েছে ভিন্নধর্মী আয়োজন। বিশেষ করে একদম ভিড় ঠেলে যারা কেনাকাটা করতে চান না এসব ক্রেতার কথা বিবেচনা করে রাজধানীর ধানমন্ডির দৃক গ্যালারিতে শুরু হতে যাচ্ছে শীতকালীন মেলা।
টি অ্যান্ড এস ইভেন্ট জানিয়েছে, মেলায় ৫০ টি অনলাইন ব্রান্ড শপ অংশ নিচ্ছে। মেলায় সাধ্যের মধ্যে সব পণ্য ক্রয় করা যাবে। মেলায় দেশজ আঙ্গিকে তৈরি পণ্যেগুলো স্থান পাবে। তাদের আশ্বাস এই আয়োজনে শীতকালীন প্রয়োজনীয় সকল পণ্যই পাওয়া যাবে। ৫ দিনব্যাপী এ মেলার আয়োজন করছে ‘টি অ্যান্ড এস ইভেন্ট’। শীতকালীন এ মেলা ১৩ নভেম্বর শুরু হয়ে চলবে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত।