ক্রীড়া ডেস্ক
নিউজিল্যান্ড সফরের আগেই মুস্তাফিজুর রহমানকে টিমে ফেরানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন টাইগারদের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।
এর অংশ হিসেবে মুস্তাফিজের শারীরিক অবস্থা জানার জন্য দ্রুত তাকে ইংল্যান্ডে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।
আগামী মাসে নিউজিল্যান্ড সফরে মুস্তাফিজকে দলে পাওয়ার জন্য সব চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। একথা জানিয়েছেন বাংলাদেশের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।
মুস্তাফিজের শারীরিক অবস্থা জানার জন্য দ্রুত তাকে ইংল্যান্ডে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশের বেসরকারি এক টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ওয়ালশ বলেন, নিউজিল্যান্ড সফরেই আমরা মুস্তাফিজকে চাই। তবে তাকে নিয়ে আমরা কোনও ঝুঁকি নিতে চাই না। এজন্য তার শারীরিক অবস্থা জানতে দ্রুতই তাকে ইংল্যান্ড পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
এদিকে অস্ত্রোপচারের পর অনেকটাই সেরে উঠেছেন মুস্তাফিজ। সম্প্রতি তিনি ইনডোরে প্র্যাকটিসও শুরু করেছেন। নিউজিল্যান্ড সফরের আগেই তিনি ফিরতে চান মাঠে।
এর আগে ১১ আগস্ট লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে মুস্তাফিজুর রহমানের বাঁ কাঁধে অস্ত্রোপচার হয়। অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়ালেস এ অস্ত্রোপচার করেছেন।