মিশরের দক্ষিণাঞ্চলে ২৫০০ বছরের পুরনো মমি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

মিশরের দক্ষিণাঞ্চলের শহর লুক্সরে প্রায় আড়াই সহস্রাধিক বছরের পুরনো মমি আবিষ্কার করেছেন স্পেনের প্রত্নতাত্ত্বিকরা। দেশটির পুরাকীর্তি মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে আল জাজিরা।

লুক্সর শহরটি নীল নদের উপকূলে অবস্থিত। শহরটিতে পাঁচ লাখ লোক বসবাস করে। ফেরাউনের রাজত্বকালে এই এলাকাটিতে প্রচুর সংখ্যক মন্দির এবং সমাধি তৈরি করা হয়েছিল।

রবিবার মিশরের পুরাকীর্তি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মমিটি একটি সমাধি থেকে খুঁজে পাওয়া যায়। সমাধি ক্ষেত্রটি কায়রো থেকে ৭০০ কিলোমিটার দূরে অবস্থিত। ধারণা করা হচ্ছে, ১০৭৫-৬৬৪ খ্রিস্টপূর্বে নীল নদের পশ্চিম তীরে মমিটি সমাধিস্থ করা হয়। মমিটি লিনেনের সঙ্গে প্লাস্টার দিয়ে আটকানো ছিল। মমিটি উজ্জ্বল রঙের কাঠের কারুকার্যখচিত কফিনের মধ্যে ছিল। চতুর্থ সহস্রাব্দের তৃতীয় যুদ্ধবাজ রাজা থুটমোসের যুগে নিকটবর্তী একটি মন্দিরের কাছে দাফন করা হয়েছিল অনুমান করা হচ্ছে। সমাধিটি রাজপরিবারের কর্মচারী আমিনরেনেফের বলে ধারণা করা হচ্ছে।

মিশরে সর্বপ্রথম মৃতদেহ সংরক্ষণ করার জন্য মমি করার প্রচলন শুরু হয় ৪৫০০ খ্রিস্টপূর্বের দিকে।

LEAVE A REPLY