আর সেই সঙ্গে আজকের দিনে ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখাবে পৃথিবীর একমাত্র এই উপগ্রহটিকে।এরপর চাঁদের এমন রূপ দেখতে অপেক্ষা করতে হবে ২০৩৪ সাল পর্যন্ত।তবে, এই সুপারমুন সবচেয়ে ভালোভাবে দেখতে পারবেন উত্তর আমেরিকার মানুষ।
বিজ্ঞানীরা বলছেন, এমন অবস্থার সৃষ্টি হয় কেবল তখনি, যখন নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে চাঁদ পৃথিবী খুব কাছে চলে আসে।সৌর পরিবারের গ্রহ পৃথিবী আর পৃথিবীর উপগ্রহ চাঁদের গড় দূরত্ব তিন লক্ষ ৮৪ হাজার কিলোমিটার।তবে, আজ সেটি প্রায় ২৮ হাজার কিলোমিটার কমে যাবে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।