বিনোদন ডেস্ক: মৃত্যুর ২০ বছর পরও বাংলা চলচ্চিত্রের অন্যতম সফল অভিনেতা সালমান শাহ কে ভক্তরা ভোলেননি। কারণে-অকারণেই এই অভিনেতার নাম চলে আসে। আসে তার স্টাইল আইকনের কারণে। এখনও অজস্র সালমান শাহ ভক্ত তাকে অনুসরণ করেন। মাথায় সালমানের মতো কাপড় বেঁধে এখনও মনে করেন সালমানকে।
অনেক ভক্তের দৈনন্দিন জীবনের সাথে জড়িয়ে রয়েছেন সালমান। স্ত্রী সামিরাকে লেখা সালমানের একটি চিঠি কিছুদিন আগে তার এক ভক্ত প্রকাশ করেন। স্ত্রী সামিরাকে প্রচণ্ড ভালোবাসতেন সালমান। সেই চিঠিতে কী লিখেছিলেন সালমান? ভক্তদের জন্য চিঠিটি প্রকাশ করা হলো।
চিঠিতে সালমান লিখেছেন, “আমার গৃহলক্ষী, জানি না তোমাকে কতটুকু সুখী করতে পেরেছি? তবে সারাক্ষণই আমার চেষ্টা থাকে তোমাকে খুশি করার। তোমাকেও আমার সাথে আজ তিন বছর ধরে অনেক কষ্ট পেতে হচ্ছে। তবে যে স্বপ্ন তুমি আমাকে নিয়ে দেখেছিলে, জানি না তার কতটুকু আমি সত্যি করতে পেরেছি। আমার অনিচ্ছাকৃত অসুস্থতার জন্য অনেক ইচ্ছাই পূর্ণ করতে পারলাম না। তবে আশা করবো অগ্রিম দেওয়া উপহার (SERA) এই বিশেষ দিনের কথা মনে করিয়ে দিবে।”