জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন আতাউর রহমান

খন্দকার আতাউর রহমান সম্প্রতি পদোন্নতি পেয়ে জনতা ব্যাংকে মহাব্যবস্থাপক হিসেবে যোগদান করেছেন। পদোন্নতির পূর্বে তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ের রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে উপ-মহাব্যবস্থাপক ছিলেন।

15128546_1877492979147550_1321275471_n

 

খন্দকার আতাউর রহমান বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হয়ে ১৯৮৮ সালে সিনিয়র অফিসার হিসেবে জনতা ব্যাংকে যোগদান করেন। একজন অভিজ্ঞ এবং দক্ষ ব্যাংকার হিসেবে দীর্ঘ ২৮ বছরের চাকরি জীবনে তিনি ব্যাংকের বিভিন্ন শাখা এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টের প্রধান এবং জনতা ব্যাংক ষ্টাফ কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ব্যবস্থাপনা বিষয়ে অনার্সসহ এম.কম ডিগ্রি অর্জন করেন। ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণকারী খন্দকার আতাউর রহমান ইনষ্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ থেকে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন এবং দেশে-বিদেশে ব্যাংকিং বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ কোর্স ও কর্মশালায় অংশগ্রহণ করেন।

11111111111

 

LEAVE A REPLY