জাবি জাসদ ছাত্রলীগের সভাপতি মামুন, সম্পাদক শিহাব

নিজস্ব প্রতিনিধি, জাবি:

মেহেদী হাসান মামুনকে সভাপতি এবং শিহাব উদ্দীনকে সাধারণ সম্পাদক করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ছাত্র সংগঠন জাসদ ছাত্রলীগের ৩৭ সদস্য বিশিষ্ট্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মেহেদী হাসান মামুন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৪০ তন আবর্তনের এবং শিহাব উদ্দীন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৪১ তম আবর্তনের শিক্ষার্থী।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত এক কর্মী সম্মেলনে জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি শামছুল ইসলাম সুমন এ কমিটি ঘোষণা করেন ও শপথ বাক্য পাঠ করান। সম্মেলনে সভাপতিত্ব করেন জাবি সংসদের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কানন।

নবগঠিত এ কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি-১ আমিনুল হক, সহ-সভাপতি-২ জিয়াউল হক, সহ-সভাপতি-৩ রাইসুল ইসলাম, সহ-সভাপতি-৪ মনির মিয়া, সহ-সভাপতি-৫ শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সহ-সম্পাদক-১ আব্দুল আওয়াল, সহ-সম্পাদক-২ খাইরুল ইসলাম, সহ-সম্পাদক-৩ মিজানুর রহমান পিয়াস, সহ-সম্পাদক-৪ মো. শিখর, সহ-সম্পাদক-৫ সজীব হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিরুল ইসলাম মুহিন, দপ্তর সম্পাদক বকুল হোসেন, সহ দপ্তর সম্পাদক মুজাহিদ, অর্থ বিষয়ক সম্পাদক শহিদ হাসান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. হাসিব, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. রাকিব, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মিন্টু মিয়া, গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক নুর হোসেন, সহ-গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক সাদিকুল সাদিক, সমাজ সেবা সম্পাদক আ. কুদ্দুস, সহ-সমাজ সেবা সম্পাদক সজীব হোসেন, ক্রিয়া সম্পাদক তানজিল, সহ-ক্রিয়া সম্পাদক আমিনুল।

এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন- আব্দুল আলীম, শিখর, হাসনাইন, রনি, রাশেদ, ইমরান, জামসেদ, শারমিন, কবির হোসেন।

কর্মী সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাসদ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, কেন্দ্রীয় সহ-সভাপতি আমিনুর ইসলাম নূর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহসান হাবিব,ভারপ্রাপ্ত দপ্তর সম্পদক আব্দুল মালেক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক মনি প্রমুখ।

LEAVE A REPLY