ত্রয়োদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, পাস ১৮৯৭৩

নিউজ ডেস্ক
ত্রয়োদশ বেসরকারি শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। মোট ১৮ হাজার ৯৭৩ জন প্রার্থী পরীক্ষায় পাস করেছেন।

মঙ্গলবার বিকেল ৪টায় ফল প্রকাশ করা হয়। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) গত ১২ ও ১৩ আগস্ট  লিখিত পরীক্ষা নেয়।

ফলাফল www.ntrca.gov.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। তাছাড়া কৃতকার্য প্রার্থীদের টেলিটকের মাধ্যমেও এসএমএস করে ফলাফল জানিয়ে দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ পরীক্ষায় স্কুল-২ পর্যায়ে, স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে ১ লাখ ২৭ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ে ৪৬১ জন, স্কুল পর্যায়ে ১৩ হাজার ৮৬৮ জন এবং কলেজ পর্যায়ে ৪ হাজার ৬৪৪ জনসহ মোট ১৮ হাজার ৯৭৩ জন প্রার্থী পরীক্ষায় পাস করেছেন।

LEAVE A REPLY