আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় দুই নিরাপত্তা কর্মকর্তা সহ ছয়জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। বুধবার সকালে পুলি মাহমুদ খান এলাকায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদেক সিদ্দীকি জানান,ওই সন্ত্রাসীর এ হামলার লক্ষ্য ছিল দেশের গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের বহন করার কাজে নিয়োজিত একটি মিনি-বাস। বোমা হামলাকারী মোটরসাইকেলে চড়ে এসে এই হামলা চালান।

কোনো সন্ত্রাসী বা জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে সম্প্রতি তালেবান জঙ্গিরা পুরো দেশের নিরাপত্তা বাহিনী লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

পুলিশ হামলাস্থল ঘিরে রেখেছে এবং সাংবাদিকদেরও ঘটনাস্থলে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। সূত্র: আল জাজিরা, এএফপি

LEAVE A REPLY