ভারতে ৫০০ ও ১ হাজার রুপীর নোট অচল ঘোষণার পর সারা দেশে নগদ টাকার সংকটের মধ্যেই এক রাজনীতিক বহু টাকা খরচ করে মেয়ের বিয়ে দিচ্ছেন, এ খবরে অনলাইনে ব্যাপক ক্ষোভ প্রকাশ করছেন ভারতয়িরা।
সাবেক প্রতিমন্ত্রী এবং ব্যবসায়ী জি. জনার্দন রেড্ডির মেয়ে ব্রাহ্মণীর বিয়ের অনুষ্ঠান হচ্ছে পাঁচ দিন ধরে এবং এতে খরচ হচ্ছে ৫০০ কোটি রুপী বা ৭ কোটি ৪০ লাখ ডলার।
এ বিয়ের আমন্ত্রণপত্র ছিল সোনার আস্তরণযুক্ত। তা ছাড়া বলিউডের তারকারাও এ অনুষ্ঠানে অংশ নেবেন।
কিন্তু এর মাত্র কয়েকদিন আগে ভারতে সরকার ৫০০ ও ১ হাজার রুপীর নোট অচল ঘোষণা করে – কালো টাকার বিস্তার রোধের লক্ষ্যে। ফলে সারা দেশে দেখা দিয়েছে নগদ টাকার সংকট।
টাকা তুলতে, এবং অচল নোট বদলাতে ব্যাংক ও এটিএমগুলোতে লোকের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে প্রতিদিন।
সময় এমন জাঁকজমকপূর্ণ বিয়ে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অনেকে একে বর্ণনা করেছেন ‘বিত্তের অশালীন প্রকাশ’ হিসেবে। রেড্ডির পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, তিনি বেঙ্গালুরু এবং সিংগাপুরের বাড়ি বন্ধক দিয়ে টাকা যোগাড় করেছেন,এবং ছ মাস আগেই খরচের সব টাকা পরিশোধ হয়ে গেছে।
কিন্তু তার পরও এই ব্যয়বহুল বিয়ের সমালোচনা থামে নি। রেড্ডি ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির একজন সাবেক সদস্য । সম্প্রতি তিনি দুর্নীতির অভিযোগে তিন বছরের জেলও খেটেছেন। তিনি অবশ্য দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। বিবিসি