বুশরা হত্যা মামলার চার আসামিই খালাস পেলেন

রাজধানীতে বুশরা হত্যা মামলার চূড়ান্ত রায়ে চার আসামির সবাইকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। গত মঙ্গলবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এই রায় দেন।

রায়ের পর আসামিপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, সন্দেহবশত হাইকোর্ট বিভাগ ও নিম্ন আদালত আসামিদের সাজা দেয়। বুশরাকে ধর্ষণ ও হত্যার সঙ্গে এরা জড়িত ছিল না। অজানা ব্যক্তিরা এ ঘটনায় জড়িত ছিল। এজন্য আপিল বিভাগ চার আসামিকেই খালাস দিয়েছেন।

উল্লেখ্য, ২০০০ সালের ১ জুলাই রাতে রাজধানীর পশ্চিম হাজীপাড়ার বাসায় খুন হন সিটি কলেজের ছাত্রী রুশদানিয়া বুশরা ফুল। ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়, ধর্ষণের পর ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয় বুশরাকে। বুশরার বাবা সহকারী পুলিশ সুপার সিরাজুল ইসলাম সে সময় অবসরকালীন ছুটিতে যুক্তরাষ্ট্রে ছিলেন। বুশরার মা লায়লা ইসলাম হত্যাকাণ্ডের পরদিন রমনা থানায় এই মামলা দায়ের করেন। ওই বছরের ৫ অক্টোবর একটি সম্পূরক অভিযোগ দাখিল করেন বুশরার মা। সেখানে বুশরার খালুর সৎভাই এমএ কাদের, তার স্ত্রী রুনু, কাদেরের শ্যালক শওকত আহমেদ ও কবির আহমেদকে আসামি করা হয়।

 

LEAVE A REPLY