ক্রীড়া ডেস্ক
আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) চট্টগ্রাম পর্ব। তবে এ পর্বে ম্যাচ শুরুর সময় বদলে যাচ্ছে। দিনের প্রথম ম্যাচ নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে, আর দ্বিতীয় ম্যাচটি সোয়া এক ঘণ্টা আগে অনুষ্ঠিত হবে।
বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড -বিসিবির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিপিএলের এই পরিবর্তিত সময়সূচির কথা নিশ্চিত করা হয়।
বিপিএলের ঢাকা পর্বে দিনের প্রথম ম্যাচ শুরু হতো ২টায়। তবে চট্টগ্রামে শুরু হবে ১টায়। আর দিনের দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টার পরিবর্তে পৌঁনে ছয়টায় শুরু হবে।
আর শুক্রবারে দুপুরের ম্যাচ আড়াইটার পরিবর্তে দেড়টায় শুরু হবে। সন্ধ্যা সোয়া ৭টার ম্যাচ শুরু হবে সোয়া ৬টায়।
এদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম পর্বের প্রথম খেলায় চিটাগাং ভাইকিংসের মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ঢাকা ডায়নামাইটস।
একই দিন সন্ধ্যার ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে বরিশাল বুলস।