আলু চাষে ব্যাপক পরিকল্পনা গ্রহণ গাইবান্ধায়

সোসাইটিনিউজ ডেস্ক:
কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিএই) চলতি রবি মৌসুমে জেলার সকল উপজেলায় আলু চাষে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে।
অফিস সূত্র জানায়, চলতি বছরে এক লাখ ৮৫ হাজার ৫৯৪ টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে ৯ হাজার ৪৪৫ হেক্টর জমিতে আলু চাষ করা হবে।

ডিএই সূত্র জানায়, এরমধ্যে সদর উপজেলায় ৩৫০ হেক্টর জমি, সাদুল্লাপুরে ১৫০০, পলাশবাড়িতে ৭০০, গোবিন্দগঞ্জে ৫,৫০০, সুন্দরগঞ্জে ৮৫০, সাঘাটায় ৪০০ ও ফুলছড়ি উপজেলায় ১৪৫ হেক্টর জমি আলু চাষের আওতায় আনা হবে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তারা বিশেষ করে মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উৎপাদনকারীদের চাহিদা মিটিয়ে তাদের অর্থনৈতিকভাবে লাভবান করতে কৃষকদের ব্যাপক হারে আলু চাষে উদ্বুদ্ধ করছে।

এছাড়া এই কর্মসূচিকে সফল করতে কৃষকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ডিএই’র অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. শওকত ওসমান বলেন।

উপ-পরিচালক এ কে এম রুহুল আমিন বলেন, চলতি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জেলার কৃষকদের মাঝে বীজ, সার, কীটনাশকসহ অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এছাড়া, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক কৃষকদের সহজ শর্তে কৃষি ঋণ বিতরণ করছে।
সূত্র: বাসস

LEAVE A REPLY