চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে হারিয়ে গত এক দশকের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিওলেন মেসি। গোল ডটকমের পাঠকদের ভোটাভুটিতে এই মর্যাদা পেয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড। সারা বিশ্ব থেকে পাওয়া মোট ২৭ হাজার ভোটের মধ্যে মেসি পেয়েছেন ১২,৮০০ ভোট, যা মোট প্রাপ্ত ভোটের ৪৯ শতাংশ। ৩৯ শতাংশ (১০,২৩৪) ভোট পেয়ে রোনাল্ডো মেসির পরে দ্বিতীয় স্থান পান।
বার্সেলোনার মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা এবং ম্যানচেস্টার ইউনাইটেডের সুইডিশ ফরোয়ার্ড জ্লাটান ইব্রাহিমোভিচ দু’জনই সমান শতকরা ৩ ভাগ ভোট পান। কিন্তু ইনিয়েস্তা ৮৫১ ভোট পেয়ে তৃতীয় হন। ইব্রা পান ৬৯৩ ভোট। তিনি চতুর্থ হন।
ছয়জন সমান শতকরা ১ ভাগ ভোট পেয়েছেন। তাদের মধ্যে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার সের্গিও রামোস (৩৭৯) পঞ্চম এবং বার্সেলোনার জাভি (৩৪০) ষষ্ঠ হয়েছেন।
সপ্তম স্থানের জন্যও জোর প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। বার্সার নেইমার (২২৮) যথাক্রমে ১২ ও ১৪ ভোটে হারিয়েছেন বায়ার্ন মিউনিখের আর্জেন রবেন (২১৬) এবং টমাস মুলারকে (২১৪)। লুইস সুয়ারেজ দশম হন। তিনি পেয়েছেন ১৫৩ ভোট।