ক্রীড়া ডেস্ক
২০১৪ সালের ২৫ নভেম্বর এই শেফিল্ড শিল্ড টুর্নামেন্টের এক ম্যাচে বোলারের বাউন্সার মাথায় এসে আঘাত হানে ফিল হিউজের। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েছিলেন দক্ষিণ অস্ট্রেলিয়ার এই ওপেনার। প্রায় ৪৮ ঘণ্টা কোমায় কাটিয়ে সিডনির সেন্ট ভিনসেন্ট হাসপাতালে মারা গিয়েছিলেন ২৫ বছর বয়সী হিউজ। এবার বলের আঘাতে আহত হয়ে হাসপাতালে গেলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান অ্যাডাম ভোজেস। তবে সুখবর হলো, তার অবস্থা শঙ্কাজনক নয়।
বৃহস্পতিবার শেফিল্ড শিল্ডের এক ম্যাচে ব্যাট করার সময় ক্যামেরুন স্টিভেনসনের বাউন্সার হেলমেটের নিচের অংশের মাথায় লেগে সেখানেই লুটিয়ে পড়েন ৩৭ বছর বয়সী ভোজেন। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। যদিও ভোজেসের চোট বেশ গুরুতরই ছিল। তবে এখন ভাল আছেন। অবশ্য বাকি ম্যাচ খেলার আর কোনও সম্ভাবনা নেই তাঁর।