আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লার জন্মদিন আজ। ১৯৫২ সালের এ দিনে [১৭ নভেম্বর] সিলেটে জন্মগ্রহণ করেন তিনি। সঙ্গীতজীবনে এ পর্যন্ত ১০ হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। রুনা লায়লা বলেন, ‘ছোটবেলার জন্মদিনগুলো ছিল আমার কাছে স্মরণীয়। মা ও বড় বোন দীনা লায়লার সেলাই করা নতুন জামা পরে দিনটি উদযাপন করতাম। এ দিনে বাড়িতে বন্ধু-বান্ধবরা আসত, কেক কাটা হতো_ সব মিলিয়ে খুব আনন্দ করতাম। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি; সুস্থ আছি, ভালো আছি এবং এখনও ভালোভাবে গান গাইতে পারছি। আজকের দিনটি পরিবারের সদস্যদের নিয়ে উদযাপন করব।’ উল্লেখ্য, গত বছর লন্ডনে বড় নাতির সঙ্গে নিজের জন্মদিন উদযাপন করেছিলেন রুনা লায়লা।
বাংলাদেশের চলচ্চিত্রে রুনা লায়লা প্রথম প্লে-ব্যাক করেন ১৯৭০ সালে। নজরুল ইসলাম পরিচালিত ‘স্বরলিপি’ চলচ্চিত্রে সুবল দাসের সুর-সঙ্গীতে তিনি গেয়েছিলেন ‘গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো কী হবে’ গানটি। এর রেকর্ডিং হয়েছিল লাহোরে। তখন তিনি পাকিস্তানেই ছিলেন। দেশে ফিরে ১৯৭৬ সালে প্রথম প্লে-ব্যাক করেন নূরুল হক বাচ্চুর ‘জীবন সাথী’ চলচ্চিত্রে। সঙ্গীতজীবনে বাংলা ভাষার পাশাপাশি ১৮টি ভাষায় গান গেয়েছেন কিংবদন্তি এ শিল্পী। ১৯৭৭ সালে আবদুল লতিফ বাচ্চু পরিচালিত ‘যাদুর বাঁশী’ চলচ্চিত্রে প্লে-ব্যাক করার জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন তিনি। রুনা লায়লার জন্মদিন উপলক্ষে আজ বৈশাখী টিভিতে প্রচার হবে ‘সময় কাটুক গানে গানে’ অনুষ্ঠানের বিশেষ পর্ব। এতে রুনা লায়লার গান পরিবেশন করবেন এ প্রজন্মের শিল্পীরা।