লতিফুর রহমান লিটন:
ফিরে যেতে হবে ১৯৯০ এর আগে।সে সময় পড়াশুনা করত হাতে গোনা কিছু মানুষজন। প্রাইমারী শিক্ষা থেকে উচ্চতর শিক্ষা অর্জন কালে বাঙ্গালির প্রধান পোশাক ছিল লুঙ্গি বা শাড়ী।
আধুনিকতার ছোয়াতে এসব আর দেখা যায় না। ভার্সিটি পড়ুয়া ছাত্রদের কাছে জিন্স, টি-শার্ট অতি জনপ্রিয় পোশাক। আপনি আপনার দাদা দের কাছ থেকে শুনতে পারেন তাদের লুঙ্গি পড়ে ক্লাস করার কথা। আপনাকে ফিরে যেতে হবে না আদি আমলে ,আজকেই বিরল এক ঘটনা ঘটাল বুটেক্সের ৩৮ ব্যাচের ফ্রেবিক ডিপার্টমেন্টের শিক্ষাথীরা। লুঙ্গি পড়ে ছেলেরা আর শাড়ী পড়ে ক্লাস করতে এসেছিল শেষ বর্ষের এসব শিক্ষার্থীরা।
ক্যাম্পাসে গিয়ে সরে জমিনে এই বিরল ঘটনা দেখে অনেকে চমকে যান। ফ্রেবিক ডিপার্টমেন্টের মামুন বলেন-ক্যাম্পাস জীবনের শেষ ক্লাসটিকে স্মরণীয় করে রাখতে এমন কান্ড।
এতে শুধু অন্যান্য ছাত্ররা অভিভূত হননি হয়েছেন স্বয়ং শিক্ষকবৃন্দ। শিক্ষার্থীরা আরো বলেন -স্বয়ং রাষ্ট্রপতি লুঙ্গি পড়ে বিয়েতে যেতে পারলে আমরা কেন ক্লাস করতে পারবো না। ক্লাস শেষে ছাত্রছাত্রীরা ফটোসেশনে অংশ নেন এবং তাদের কর্মকান্ড কে বিরল করে রাখেন।