নিজস্ব প্রতিনিধি, জাবি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেনীতে ছাত্রীদের আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এ বছর বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে ৫১ ঃ ৪৯ হারে। সম্পতি উপাচার্য ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-১) মোহাম্মদ আলী এসব তথ্য জানান।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে মোট আসন ছিল ১ হাজার ৯৯০টি। এর মধ্যে ছাত্রদের ১ হাজার ১৪৪টি ও ছাত্রীদের ৮৪৬টি। এ বছর ছাত্রীদের আসন ১৪৭টি বাড়িয়ে করা হয়েছে ৯৯৩টি। আর ছাত্রদের ১০৭টি আসন কমিয়ে করা হয়েছে ১ হাজার ৩৭টি। নতুন আসন সৃষ্টি করা হয়েছে ৪০টি। নতুন আসনগুলো ছাত্রীরা পাবে। ফলে এ বছর বিশ্ববিদ্যালয়ে ৫১ শতাংশ ছাত্র এবং ৪৯ শতাংশ ছাত্রী ভর্তি হওয়ার সুযোগ পাবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার (শিক্ষা-১) মোহাম্মদ আলী বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সমসংখ্যক হল আছে। যে কারণে ছাত্রদের আসন কমিয়ে ছাত্রীদের আসন বাড়ানো হয়েছে। যার মাধ্যমে ছাত্র-ছাত্রী সমানুপাতে ভর্তি হতে পারবে।
উল্লেখ্য, আগামীকাল (১৯ নভেম্বর) থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেনীর ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। প্রথম দিন ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০ নভেম্বর ‘ডি’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ), ২১ নভেম্বর ‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ) এবং ‘এইচ’ ইউনিট (আইআইটি), ২২ নভেম্বর ‘এফ’ ইউনিট (আইন অনুষদ), ‘ই’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) এবং ‘জি’ ইউনিট (আইবিএ-জে ইউ), ২৩ নভেম্বর ‘সি’ ইউনিটের (কলা ও মানবিকী অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।