চট্টগ্রামে বিপিএল পর্বে আজকের দিনের ২য় ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা ৬ টা ১৫ তে শুরু হবে খেলাটি। চট্টগ্রাম পর্বে এটিই কুমিল্লার প্রথম ম্যাচ।
সাম্প্রতিক ফর্ম বিবেচনা করলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স থেকে অনেকএগিয়ে রংপুর রাইডার্স। রোববারও জয় পেয়েছে তারা। বরিশাল বুলসকে ১২ রানে হারিয়েছে নাঈম ইসলামের দল। এখন পর্যন্ত চার ম্যাচের তিনটিতেই জয়ের দেখা পেয়েছে তারা। কুমিল্লার বিপক্ষে বড় ব্যবধানে জয় পেলে ঢাকা ডায়নামাইটসকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষ ব্যবধানে চলে যাবে তারা।
বরিশাল বুলসের বিপক্ষে ব্যটে-বলে দারুণ পারফরম্যান্স প্রদর্শন করে রংপুর রাইডার্স। দুই ওপেনার সৌম্য সরকার ও মোহাম্মদ শাহজাদের পাওয়ারপ্লেতে দ্রুত রান তোলার সামর্থ্য রয়েছে। ওপেনার শাহজাদ ভালো করছেন উইকেটের পেছনেও। বেশ শক্তিশালী তাদের মিডল অর্ডারও। বরিশালের বিরুদ্ধে মোহাম্মদ মিথুন দ্যুতি ছড়িয়েছেন ব্যাট হাতে। ৬২ রানের অসাধারণ এক ইনিংস খেলেন তিনি। ব্যাট হাতে দলের প্রয়োজনে হাল ধরতে পারেন লিয়াম ডসনও। শেষ দিকে রানের গতি বাড়ানোর জন্য আছেন জিয়াউর রহমান, শহীদ আফ্রিদিরা।
রংপুর রাইডার্সের বোলিংও সমীহ জাগানোর মতো। বিশেষ করে তাদের স্পিন আক্রমণ বেশ শক্তিশালী। আরাফাত সানি আর শহীদ আফ্রিদি মিলে গুড়িয়ে দিতে পারেন যেকোনো দলকে।
অন্যদিকে টুর্নামেন্টের প্রথম থেকে ধুকছে গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চার ম্যাচে জয় নেই একটিতেও। উদ্বোধনী জুটি ভালো হচ্ছে না কোনো ম্যাচে। ভালো ইনিংস খেলতে পারছেন না মিডল অর্ডার ব্যাটসম্যানরা। গত আসরে স্যামুয়েলস আর জাইদি দারুণ খেললেও এ আসরে এখন পর্যন্ত তারা বিবর্ণ। তবে একটি জয়ই দলকে বদলে দিতে পারে বলে মনে করেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজা। সেই জয়ের জন্য মরিয়া হয়েই মাঠে নামবে মাশরাফির দল।
চার ম্যাচে কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি কুমিল্লা। পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে তারা।
সোসাইটি নিউজ সম্ভাব্য একাদশঃ
রংপুর রাইডার্সঃ সৌম্য সরকার, মোহাম্মদ শাহজাদ, মিথুন, নাঈম ইসলাম, শহিদ আফ্রিদি, লিয়াম ডসন, রুবেল হোসেন, সোহাগ গাজী, জিয়াউর রহমান, মুক্তার আলি, আনোয়ার আলি।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সঃ লিটন দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মারলন স্যামুয়েলস, সৈকত আলি, আসার জাইদি, রশিদ খান, সোহেল তানভির, সাইফুদ্দিন, নাবিল সামাদ ও মাশরাফি বিন মুর্তাজা।