ক্রীড়া ডেস্ক
চট্টগ্রামে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে চিটাগং ভাইকিংস। মো. নবীর ব্যাটিং ও তাসকিনের বোলিং নৈপুণ্যে রাজশাহী কিংসকে ১৯ রানে হারিয়েছে তামিমের দল। নিজেদের ষষ্ঠ ম্যাচে এটি তাদের দ্বিতীয় জয়।
এর আগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে টুর্নামেন্টে দুর্দান্ত শুরু পায় চিটাগং। কিন্তু, পরের চার ম্যাচেই হেরে নিজেদের হারিয়ে খুঁজতে থাকে তামিমরা। এ ম্যাচের আগে জয়ে ফেরার লক্ষ্যে ঘরের মাঠেই হারের স্বাদ পেয়েছিল তারা। তবে, এবার আর জয়বঞ্চিত হতে হয়নি চিটাগংকে।
চিটাগাংয়ের দেয়া ১৯১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে রাজশাহী কিংস ১৭১ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন সাব্বির রহমান। এছাড়াও মুমিনুল হক ২২, জুনায়েদ সিদ্দিক ৩৮, ওমর আকমল ২১ রান করেন।
চিটাগাংয়ের হয়ে একাই ৫ উইকেট নেন তাসকিন আহমেদ। এছাড়াও ইমরান খান ২টি, মোহম্মদ নবী ও ইলিয়ট ১টি করে উইকেট নেন।
এর আগে শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম দিনের প্রথম ম্যাচে রাজশাহীর বিপক্ষে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯০ রান তোলে তামিমের চিটাগং ভাইকিংস।
দলের হয়ে ঝড়ো ব্যাটিং করে সর্বোচ্চ ৮৭ রান করেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। ৩৭ বলে ৬টি চার ও ৬টি ছ্ক্কার সাহায্যে তিনি এই রান করেন। এছাড়া এনামুল হক বিজয় ৪০ বলে ফিফটি করেন। ডোয়াইন স্মিথ করেন ৩৪ রান।
বলে হাতে রাজশাহীর হয়ে সামিত পেটেল ২টি উইকেট নেন। এছাড়া ফারহাদ রেজা, মিরাজ ও আবুল হাসান একটি করে উইকেট নেন।