সোসাইটিনিউজ ডেস্ক:
সশস্ত্র বাহিনী দিবস-২০১৬ উদযাপন উপলক্ষে আগামী ২১ নভেম্বর, সোমবার ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, খুলনা, মংলা, বরিশাল ও চাঁদপুরে নৌবাহিনীর জাহাজসমূহ সর্বসাধারণের পরিদর্শনের জন্য দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত উন্মুক্ত রাখা হবে।
সশস্ত্র বাহিনী দিবস-২০১৬ উদযাপন উপলক্ষে আগামী ২১ নভেম্বর, সোমবার ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, খুলনা, মংলা, বরিশাল ও চাঁদপুরে নৌবাহিনীর জাহাজসমূহ সর্বসাধারণের পরিদর্শনের জন্য দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত উন্মুক্ত রাখা হবে।
উল্লেখিত অঞ্চলের জাহাজগুলোর মধ্যে ঢাকা অঞ্চলের জাহাজ থাকবে ঢাকার সদরঘাটে। তেমনি- নারায়ণগঞ্জের জাহাজ বিআইডব্লিউটিএ জেটি মাতলা ঘাট নারায়ণগঞ্জ, চট্টগ্রামের জাহাজ নেভাল জেটি নিউমুরিং চট্টগ্রাম, খুলনার জাহাজ বিআইডব্লিউটিএ রকেট ঘাট খুলনা, মংলার জাহাজ দিগরাজ নেভাল বার্থ মংলা, বরিশালের জাহাজ বিআইডব্লিউটিএ জেটি বরিশাল ও চাঁদপুরের জাহাজ বিআইডব্লিউটিএ ঘাট, চাঁদপুরে থাকবে।