নিউজ ডেস্ক
এ দৃশ্য দেখে অবিশ্বাস্য বললেও মনের ভাব প্রকাশ করা সম্ভব নয়। এ কি করে সম্ভব? নিজের চোখে না দেখলে আপনিও বিশ্বাস করবেন কি-না সন্দেহ!
মাথা ছাড়াই বেঁচে আছে একটি উট। এমনকি এটি দিব্যি হেঁটে বেড়াচ্ছে। তবে এর আগে একটি মোরগ মাথা ছাড়া বছর খানেতের মতো বেঁচে ছিলো এরকম রেকর্ড আছে। ডাক্তাররা বলেছেন, এ রকম ঘটনা একেবারেই মিরাকেল।
তবে এবার দেখা গেলো একটি উটকে। এ প্রাণীটিরও কোনো মাধা নেই। অথচ এ মাথা বিহীন উটটি বেঁচে আছে। একেবারে সুস্থভাবে হাঁটছে।
এ ঘটনাটি কেউ বলছেন সৌদি আরবের, আবার কেউ বলছেন পাকিস্তানের। তবে দর্শনার্থীরা মাথাবিহীন উটটিকে দেখে বলছেন এটি একটি অলৌকিক ঘটনা। কী করে এ উটটি মাথাবিহীন ভাবে বেঁচে আছে?