সোসাইটিনিউজ ডেস্ক: আমাদের অঞ্চলে এমন অনেক এলাকা আছে যেখানে জানাযা নামাযের পরে এমনকি মৃত ব্যক্তিকে কবরে রাখার পরে তার চেহারা দেখে। তো এই বিষয়ে ইসলামী শরীআত কী বলে? জানাযার নামাযের পরে তার চেহারা দেখানো ঠিক না। তবে জানাযা নামাযের আগে চেহারা দেখাতে কোন অসুবিধা নেই।
আজকাল জানাযা নামাযে লোক বেশি হবে কখন? সেই সময়ের জন্য জানাযে পিছিয়ে দিতে থাকে এটা কোনভাবেই ঠিক না। তবে আরো একটি বিষয় খিয়াল রাখতে হবে তাহলো জীবিত অবস্থায় যাদের সাথে পর্দা করা জরুরী মৃত্যুর পরেও তাদের সাথে পর্দা করতে হবে। [দারুল উলুম ৫/৪০৬]