১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাত্র ১৩৩ রানে পাকিস্তান গুটিয়ে গেছে।অভিষিক্ত অলরাউন্ডার কলিন গ্রান্ডোম ৬ উইকেট নিয়ে একাই পাকিস্তানকে ধসিয়ে দেন।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন অধিনায়ক মিসবাহ-উল হক। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান আসে অতিরিক্ত থেকে।

বৃষ্টির কারণে ক্রাইস্টচার্চে প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়। দ্বিতীয় দিনে এসে টস হেরে ব্যাট পাওয়া পাকিস্তান স্বাগতিক নিউজিল্যান্ডের বোলারদের কাছে অসহায় আত্মসমর্পণ করে।

নিউজিল্যান্ডের পক্ষে টেস্ট অভিষেকেই ৪১ রানে ৬ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন কলিন গ্রান্ডোম। তার আগে ১৯৫১ সালে অ্যালেক্স মুর কিউইদের পক্ষে ১৫৫ রানে নিয়েছিলেন ৬ উইকেট।

তিনি ছাড়া দুটি করে উইকেট নিয়েছেন টেন্ট্র বোল্ট ও টিম সাউদি।

অবশ্য পরে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে স্বাগতিকরাও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। ৪০ রানে হারিয়ে বসেছে ৩ উইকেট।

ফিরে গেছেন টম ল্যাথাম, অধিনায়ক কেন উইলিয়ামসন ও রস টেইলর। তিনটি উইকেটই তুলে নিয়েছেন পাকিস্তানের তিন পেসার, মোহাম্মদ আমির, সোহাইল খান ও রাহাত আলী।

LEAVE A REPLY