আন্তর্জাতিক ডেস্ক
অস্ট্রেলিয়ায় নিজের শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে নূর নামে এক রোহিঙ্গা শরণার্থী। মেলবোর্নে একটি ব্যাংকে এ ঘটনা ঘটে। এতে ব্যাংকে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আরও ছয়জন অগ্নিদগ্ধ এবং ধোঁয়ার কারণে আরো ২১ জনের শ্বাসকষ্ট দেখা দেয়। ২১ বছর বয়সী ওই যুবককে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর ডেইলি মেইল মেলবোর্নের।
বুধবার ওই লোক ব্যাংকে কল্যাণ ভাতা তুলতে গিয়ে দেখে তার অ্যাকাউন্টে ভাতা জমা হয়নি। পরে শুক্রবার আবার বাংকে গিয়ে টাকা না পেয়ে হতাশায় আগুন ধরিয়ে দেয় নূর।
২০১৩ সালে নৌকায় চড়ে অবৈধভাবে অস্ট্রেলিয়ায় পৌঁছলে তাকে আটক করা হয়। পরিবারবিহীন শিশু হিসেবে নূর অস্ট্রেলিয়ায় পৌঁছে। পরে আটককেন্দ্র থেকে তাকে ছেড়ে দেয়া হয়। সে শরণার্থী ভিসার জন্য অপেক্ষা করছিলো। তাকে মেলবোর্নে স্থানান্তর করার আগে ভারত মহাসাগরের ক্রিসমাস দ্বীপের শরণার্থী শিবিরে আটক রাখা হয়।