আবারো সম্পর্কে ফিরছেন রণবীর-ক্যাটরিনা?

বিনোদন ডেস্ক: দু’জনের সম্পর্ক ভেঙে গিয়েছে অনেক দিন হল। দু’জনের সম্পর্কের টানাপড়েন নিয়ে বি-টাউনে কম জলঘোলা হয়নি এ পর্যন্ত। কিন্তু সম্প্রতি একটা খবরে ফের খুশির হাওয়া বইতে শুরু করেছে রণবীর-ক্যাটরিনার অসংখ্য ভক্তদের মধ্যে।

কারণ, বি-টাউনের একটি মিডিয়া রিপোর্ট বলছে, ফের সম্পর্কে ফিরছেন রণবীর কপূর আর ক্যাটরিনা কইফ। দু’জনের সম্পর্কের এই গুমোট ভাবটা ধীরে ধীরে নাকি কাটছে।

এই রিপোর্টে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে প্রায়ই সুযোগ পেলে দেখা করছেন দু’জনে। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এ ব্যপারে যতটা সম্ভব এড়িয়ে চলছেন মিডিয়াকে। এ খবর নাকি জানিয়েছেন রণবীর-ক্যাটরিনার ঘনিষ্ঠ এক বন্ধু।

খবরটা কতটা সত্যি তা এখনই বলা মুশকিল। তবে খবরটা সামনে আসার পর থেকে রণবীর-ক্যাটরিনার সম্পর্ক জোড়া লাগার আশায় প্রার্থণা শুরু করেছেন অনেকেই।
সূত্র: আনন্দবাজার

LEAVE A REPLY