আন্তর্জাতিক ডেস্ক
ভারতের আসাম রাজ্যে সামরিক যানে শক্তিশালী বিস্ফোরণে তিনজন ভারতীয় সেনা নিহত হয়েছে। শনিবার ভোরে রাজধানী গুয়াহাটি থেকে ৫শ’ কিলোমিটার দূরে তিনসুকিয়া জেলার বুরহি দিহিং রিজার্ভ ফরেস্ট এলাকায় এ ঘটনা ঘটে। আসামে সশস্ত্র বিদ্রোহী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) সামরিক প্রধান পরেশ বড়ুয়া এ হামলার দায় স্বীকার করেছেন বলে খবর পাওয়া গেছে।
ভারতীয় গণমাধ্যমে বলা হয়, সশস্ত্র ব্যক্তিরা রাস্তায় বিস্ফোরক (আইইডি) পুঁতে রেখে অপেক্ষা করছিল। এ সময় ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ হলে সেনাদের গাড়ি থেমে যায়। তখন সশস্ত্র ব্যক্তিরা গুলি ছোঁড়ে। সেনা তল্লাশি চলার সময় এ ঘটনা ঘটে।
এর আগে বুধবার পেংগেরি চা বাগানের শ্রমিকদের জন্য নিয়ে যাওয়া টাকাভর্তি গাড়িতে হামলা চালিয়েছিল উলফার সদস্যরা। ওই হামলায় একজন মারা যান।