আসামে উলফার হামলায় ৩ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের আসাম রাজ্যে সামরিক যানে শক্তিশালী বিস্ফোরণে তিনজন ভারতীয় সেনা নিহত হয়েছে। শনিবার ভোরে রাজধানী গুয়াহাটি থেকে ৫শ’ কিলোমিটার দূরে তিনসুকিয়া জেলার বুরহি দিহিং রিজার্ভ ফরেস্ট এলাকায় এ ঘটনা ঘটে। আসামে সশস্ত্র বিদ্রোহী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) সামরিক প্রধান পরেশ বড়ুয়া এ হামলার দায় স্বীকার করেছেন বলে খবর পাওয়া গেছে।
ভারতীয় গণমাধ্যমে বলা হয়, সশস্ত্র ব্যক্তিরা রাস্তায় বিস্ফোরক (আইইডি) পুঁতে রেখে অপেক্ষা করছিল। এ সময় ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ হলে সেনাদের গাড়ি থেমে যায়। তখন সশস্ত্র ব্যক্তিরা গুলি ছোঁড়ে। সেনা তল্লাশি চলার সময় এ ঘটনা ঘটে।
এর আগে বুধবার পেংগেরি চা বাগানের শ্রমিকদের জন্য নিয়ে যাওয়া টাকাভর্তি গাড়িতে হামলা চালিয়েছিল উলফার সদস্যরা। ওই হামলায় একজন মারা যান।

LEAVE A REPLY