আন্তর্জাতিক ডেস্ক
ডোনাল্ড ট্রাম্পের জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে যে বিক্ষোভ চলছে তাকে প্রকারান্তরে স্বাগত জানালেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বিক্ষোভকারীদের উদ্দেশে বলেছেন, আপনারা থামবেন না।
ট্রাম্পের অকল্পনীয় জয়ের পর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক, পোর্টল্যান্ড, ওয়াশিংটন ডিসিসহ বহু শহরে বিক্ষোভ চলছে। বিক্ষোভে ব্যাপক সহিংসতাও দেখা গেছে। ট্রাম্প শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট ওবামা এর বিরুদ্ধে কথা বলুন। তবে ওবামা এতদিন এ ইস্যুতে কার্যত নীরব ছিলেন।
বৃহস্পতিবার বার্লিনে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ওবামাকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার আট বছরের শাসনকালে আমার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। আমার মনে হয় আমেরিকার ইতিহাসে এমন কোনো প্রেসিডেন্ট ছিলেন না যার বিরুদ্ধে বিক্ষোভ হয়নি। কাজেই যেসব লোক তীব্রভাবে অনুভব করছে এবং যারা নির্বাচনী প্রচারের সময় যেসব ইস্যু নিয়ে উদ্বিগ্ন, তাদের আমি নীরব হওয়ার উপদেশ দেব না।’
ওবামা বলেন, বাক স্বাধীনতার জন্য যুক্তরাষ্ট্রের দেশে এবং বিদেশে প্রতিশ্রুতি রয়েছে।
সূত্র: ফক্স নিউজ