ক্রীড়া ডেস্ক
ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নাটকীয় টাই করেছে জিম্বাবুয়ে। শেষ ওভারে ক্যারিবীয়দের জয়ের জন্য প্রয়োজন ছিল ৪ রানের। কিন্তু ৩ উইকেট হারিয়ে মাত্র ৩ রান তুলতে পারে তারা।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে করেছিল ২৫৭ রান। জবাবে ক্রিইগ ব্রাথওয়েটের দারুণ ব্যাটিংয়ে জয়ের কাছে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ ওভারে দরকার পড়ে মাত্র চার রান। এরপর ঘটে সেই নাটকীয়তা। বল করতে আসেন টিরিপানো। হোল্ডার প্রথম বলে এক রান নেন। এর পরের বলে বড় শট খেলতে গিয়ে ফিরেন কার্লোস ব্র্যাথওয়েইট। তৃতীয় বলে রান আউট হন অ্যাশলি নার্স। পরের দুই বলে যোগ হয় দুই রান। শেষ বলে দরকার ছিল ১ রান। কিন্তু এ বলে ব্যাটই ছোঁয়াতে পারেননি হোল্ডার। অন্য প্রান্তের ব্যাটসম্যান জোনাথন কার্টারকে রান আউট করেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক।
এভাবে পুরো ৫০ ওভার খেলে ওয়ানডে ম্যাচ টাই হওয়ার ঘটনা বিরল। আর এমন বিরল ঘটনার সাক্ষী হয়ে থাকলো ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ৩ হাজার ৮০৬টি ম্যাচ খেলা হয়েছে। এরমধ্যে এনিয়ে ৩৪টি ম্যাচ টাই হল।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে: ৫০ ওভারে ২৫৭ (চারি ১৫, চিবাবা ২৫, আরভিন ৯২, রাজা ৭৭, উইলিয়ামস ২, চিগুম্বুরা ৮, মুর ৬, ক্রেমার ৮, টিরিপানো ১৪, চিশোরো ০, পোফু ২; গ্যাব্রিয়েল ২/৪৫, হোল্ডার ২/৪৭, বেন ০/৪৫, ব্র্যাথওয়েইট ৪/৪৮, নার্স ১/৫৫, কার্টার ০/১৭)
ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ২৫৭/৮ (চার্লস ১৯, ব্র্যাথওয়েইট ৭৮, লুইস ১৮, হোপ ১০১, পাওয়েল ১৭, ব্র্যাথওয়েইট ৯, হোল্ডার ৪*, নার্স ০, কার্টার ১; পোফু ১/৬৪, টিরিপানো ২/২৬, চিশোরো ০/৪২, ক্রেমার ১/৪৪, উইলিয়ামস ২/৫২, রাজা ০/২৫)