মাদারীপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিখোঁজ ১২

অজয় কুন্ডু, মাদারীপুর:
ঢাকা-বরিশাল মহাসড়কের ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আর এ ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ১০ জন। শনিবার ভোরে মাদারীপুরের কালকিনি উপজেলার পান্তাপাড়ায় ব্রিজের কাছে এ ঘটনার ঘটে। আহতদের জরুরী চিকিৎসার জন্য কালকিনি ও মাদারীপুর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় ও আহত যাত্রীরা জানান, বাসটি ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। বাসের চালক ঘুমন্ত অবস্থায় থাকায় বাসটি উপজেলার পান্তাপাড়া ব্রিজের কাছে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান দিকের খাদের মধ্যে পড়ে যায়। ওই খাদটি অন্তত ৩৫ ফুট গভীর হওয়ায় বাসটি পুরো পানিতে তলিয়ে যায়। এ সময় ৩০ জন আহত হয়। খবর পেয়ে মাদারীপুরের ফায়ার সার্ভিস ও কালকিনির ডাসার থানা পুলিশ ঘটনাস্থলে পৌছেছে। তবে এখনও বাসটি উদ্ধার করা সম্ভব হয়নি।

কালকিনি ডাসার থানার ওসি এমদাদুল হক জানান, বাসটি পুরোপুরি পানিতে তলিয়ে থাকায় এখনও উদ্ধার কাজ শুরু করা যায়নি। তবে বাসটি উদ্ধার চালানো চেষ্টা চলছে। এছাড়া ওসি আরো জানিয়েছেন বাসটিতে ১০-১২ জন যাত্রী নিখোঁজ রয়েছে।

LEAVE A REPLY